দারিদ্র্য জয়ের ব্যাতিক্রমী উদ্যোগ “আমরাই প্রকল্প”

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: চাইলেই সম্ভব – সেই চাওয়াকে বাস্তবে রুপ দিতে অদম্য গতিতে ছুটে চলা একদল স্বেচ্ছাব্রতী তারুণ্যের কর্মপ্রচেষ্টা তুলে ধরবো। সমাজ দেশ ও জাতী গঠনে নেপথ্যে রয়েছে হাজারো কর্মপ্রচেষ্টা। স্থানীয় সম্পদ ও জনগোষ্ঠী কে কাজে লাগিয়ে এমই এক ব্যাতিক্রম ধর্মীয় আইডিয়া “আমরাই প্রকল্পে”। বিগত দুই বছর যাবৎ মাঠ পর্যায়ে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা ও গবেষণা এবং নিবিড় অংশগ্রহণ মূলক অনেক কর্মকান্ড সম্পাদন করে কর্মসূচিটি এখন বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে।
প্রকল্পের প্রধান কর্মকর্তা আইডিয়া ক্রিয়েটর মোঃ রফিকুল ইসলামের সাথে পুরো প্রকল্পের একটা ধারণা নেয়ার সময় তিনি বলেন- আমাদের মধ্যে বিদেশ নির্ভরশীলতা কিছুটা হলেও কমেছে এবার আমরা দৃস্টান্ত সৃস্টি করতে পেরেছি ভবিষ্যতে আমরা বড় বড় প্রকল্প ও কর্মসূচি হাতে নিতে পারবো অনায়াসে। তারই ধারাবাহিকতায় আমরা স্থানীয় সম্পদ ও জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে জনগোষ্ঠীর চাহিদার কথা বিবেচনা করে আমরাই প্রকল্পের কাজ আরম্ভ করি। উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিটি উপজেলায় প্রায় এগার’শ পরিবার সরাসরি ও পরোক্ষভাবে প্রায় দশ’হাজার পরিবার উপকৃত হবে। তদোমধ্য দুই’শ প্রতিবন্ধী দুই’শ হতদরিদ্র নারী/ পুরুষ দুই’শ স্বামী পরিত্যক্তা নারী এবং দুই’শ স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র/ছাত্রী পাবে মাসিক ৩০০টাকা বা উহার সমমানের সেবা/ পন্য তবে সদস্যদের জন্য উক্ত সেবা ১২০ মাস পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিটি উপজেলায় ৩০০ মাইক্রো মার্চেন্ট / ব্যবসায়ী কোনরুপ অগ্রীম সঞ্চয় ও সহায়ক জামানতই সর্বমোট নব্বই দিনের মধ্যে ৫-৮ কিস্তিতে ২৫০০০-১০ ০০০০০ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে ঋণের পরিমান যাইহোক দৈনিক ২৫০ কিস্তি পরিশোধ করতে হবে।
এবং প্রত্যেক সদস্যদের জন্য রয়েছে ফাবিহা গ্রপ ও প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিঃ এর পক্ষ থেকে ৫০০ গ্রাম ফাবিহা টি ও গ্রুপ বীমা সুবিধা।
প্রকল্পের মধ্যে আরো রয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, তামাক জাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, বাল্যবিবাহ, দন্দ নিরসন এবং কর্পোরেট স্যানিটেশন বিবিধ। এবিষয় বিস্তারিত জানাতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট www.jsango.org অথবা কল করুন ০১৭১১-৮৭৪২১৫ নাম্বারে।