বন্দরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বন্দরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে কানিজ ফাতেমা ওরফে বাধন(২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের শুভকরদি এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাধন বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বাগপাড়া নরপদি এলাকার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ মিয়ার মেয়ে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ঘটনার পর থেকে বাধনের স্বামী শিপলু পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, ছয় বছর আগে বন্দরের শুভকরদি এলাকার জজ মিয়ার ছেলে শিপলুর সাথে বাধনের বিয়ে হয়। শাহীন নামের তাদের ৫ বছরের সন্তান রয়েছে। শাহীন আইপিএলের জুয়ায় আসক্ত ছিলেন বলে পড়শীরা জানান। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আইপিএল জুয়া নিয়ে শনিবার রাতের তাদের মধ্যে ঝগড়া হয়।রোববার সকালে শিপলু প্রতিবেশীদের জানায় যে. বাধন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। দুপুরে পুলিশ ঘরের খাটে রাখা অবস্থায় বাধনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, নিহত বাধনের গলায় দাগের মতো চিহ্ন রয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com