এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ। লংকানদের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় টাইগারদের। 

লংকানদের কাছে হেরে এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায়

ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম:  এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ। লংকানদের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় টাইগারদের।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে লঙ্কানরা পৌঁছে ২ উইকেট ও ৪ বল হাতে রেখে। শেষ দুই ওভারে ২৫ রান দরকার ছিল শ্রীলঙ্কার, হাতে ছিল মাত্র ৩টি উইকেট।

বাংলাদেশের অভিষিক্ত পেসার এবাদত হোসেন তিন উইকেট নিলেও চার ওভারে দিয়েছেন ৫১ রান। এবাদত দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ছন্দ হারিয়ে ফেলেন ।  তাসকিন আহমেদ ৪ ওভারে ২৪ রানে পেয়েছেন ২ উইকেট।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু করেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ২৬ বলে ৩৮ রান করলেও ব্যর্থ হয়েছেন সাব্বির। দীর্ঘদিন পর দলে ঢুকে সাব্বির করেন ৬ বলে ৫ রান। তিনে নামা অধিনায়ক সাকিব আল হাসান করেন ২২ বলে ২৪ রান। সাকিবের বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সহ-অধিনায়ক আফিফ হোসেন ও সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আফিফ খেলেন ২২ বলে ৩৯ রানের ইনিংস। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ২৪ ও তাসকিন আহমেদ ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। শেষ ৬ ওভারে ৭৪ রান আসায় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৩-তে।

ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।  শ্রীলঙ্কার কাছে এই হারের ফলে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।

৮৪ thoughts on “লংকানদের কাছে হেরে এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায়

  1. Hey! I know this is kinda off topic however , I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website addresses a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you happen to be interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Excellent blog by the way!

  2. Unquestionably believe that that you stated. Your favourite justification appeared to be at the net the simplest thing to remember of. I say to you, I definitely get irked even as folks consider concerns that they plainly do not understand about. You controlled to hit the nail upon the top as smartlyand also defined out the whole thing with no need side effect , folks can take a signal. Will likely be back to get more. Thank you

  3. Wonderful goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too fantastic. I really like what you’ve acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it smart. I can not wait to read far more from you. This is actually a great site.

  4. Woah! I’m really enjoying the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s very difficult to get that “perfect balance” between user friendliness and visual appearance. I must say that you’ve done a fantastic job with this. In addition, the blog loads extremely fast for me on Internet explorer. Exceptional Blog!

  5. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  6. Хотите получить идеально ровный пол в своей квартире или офисе? Обращайтесь к профессионалам на сайте styazhka-pola24.ru! Мы предоставляем услуги по устройству стяжки пола в Москве и области, а также гарантируем быстрое и качественное выполнение работ.

  7. Ищете надежного подрядчика для механизированной штукатурки стен в Москве? Обратитесь к нам на сайт mehanizirovannaya-shtukaturka-moscow.ru! Мы предлагаем услуги по оштукатуриванию стен механизированным способом любой сложности и площади, а также гарантируем высокое качество работ.

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com