১৭ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির অভিষেক ও নব নির্বাচিত কমিটির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ এশা পাইকপাড়া পুলস্থ উত্তরন সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১৭ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি হাজ্বী সানাউর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক তাসরিফ রাহমিম সোহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর গাউছিয়া কমিটির সহ সভাপতি মাহাফুজুল করিম, সাধারন সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাসর মূসা, দাওয়াতে খায়ের সম্পাদক মাঈনুল ইসলাম আল কাদেরী প্রমুখ।
অনুষ্ঠানে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির নানা কর্মকান্ড তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথি ও বক্তারা।
১৭ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ তৈয়ব হোসেন, হাজ্বী তোমজাম্মেল হোসেন তোতন, সম্পাদক নূর নবী রনি, সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মেদ সুজন, অর্থ সম্পাদক মোঃ দীপু সারোয়ার শাওন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল মামুন অনিক, দপ্তর সম্পাদক মোঃ শুভ, কার্যকরি সদস্য, মোঃ ইমন রেজা, মোঃ সামসুল আরেফিন অনিক, মোঃ শুক্কুর মিয়া, মোঃ মিঠু মিয়া, মোঃ সেলিম মিয়া, মোঃ বাবুল মিয়া, হাজ্বী সাব্বির আহম্মেদ সিজান, মোঃ গোলাম রাব্বানী, মোঃ মিজান, মোঃ রায়হান হোসেন, মোঃ সায়েম হোসেন ও মোঃ রাকিব হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও নাতে রাসুল (সাঃ) পাঠ করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।