কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে জাকির চেয়ারম্যানের যোগদান

প্রেসবাংলা ২৪. কম: শোকাবহ আগস্ট উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আহবানে জনসভায় কয়েকহাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন। শনিবার (২৭ আগস্ট) বিকালে নগরীর জিমখানা এলাকা থেকে জড়ো হয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক জয়নাল আবেদীন, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল বেপারী, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের কোষাদক্ষ মুজিবর রহমান, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব, আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু সহ আলীরটেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময়ে প্রায় আড়াই হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন। এর আগে আলীরটেকের বিভিন্ন স্থার থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জিমখানায় উপস্থিত হন নেতাকর্মীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com