আড়াইহাজারে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিক, পুলিশসহ আহত-১০

আড়াইহাজারে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, সাংবাদিক, পুলিশসহ আহত-১০

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে।

শুক্রবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা বিএনপির উদ্যোগে গোপালদী বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বাজারের এক বিএনপি নেতার দোকান পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, একই সময়ে একই স্থানে গোপালদী পৌরসভা আওয়ামীলীগ নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের জন্য একটি কর্মসূচি দেয়। বিএনপি নেতা কর্মীরা মিছিল নিয়ে পৌর বাজারে প্রবেশ করার চেষ্টা কালে তাতে বাধা দেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১০ জন আহত হয়।

আড়াইহাজার থানা বিএনপির সভাপতি সভাপতি ইউসুফ আলী জানান, আমরা আমাদের গোপালদী পৌরসভা বিএনপির বিক্ষোভ সমাবেশ করার সময় সেখানে আমাদের উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি সামসুল হক মোল্লা, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহাগসহ অন্তত ১০ জন আহত হন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেনজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার ও গোপালদী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির মোল্লার নেতৃত্বে হামলায় অংশ নেয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় গোপালদী পৌরসভা বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি মনিরের বাঁশের দোকান পুড়িয়ে দেয় হামলাকারীরা।

এসময় সেচ্ছাসেকলীগ নেতা সোহাহ মাহমুদ ও ফারুকসহ কয়েকজন আহত হয় বলে অভিযোগ করে আওয়ামীলীগ।

গোপালদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা বলেন, আমরা বিএনপির মিছিলে হামলা করিনি। উল্টো আমাদের কয়েকজন আহত হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com