ফতুল্লায় ৬শ‘৮৫ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ চালক আটক
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার কায়েমপুর থেকে একটি ট্রাকসহ ভারতের তৈরী ফেন্সিডিল উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ভারতের তৈরী ২টি বস্তাভর্তি ৬শ’ ৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক চালককে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ট্রাক ও মাদক উদ্ধার করে পুলিশ। আটককৃত ট্রাক চালক কুমিল্লার মো. মনির (২৪)।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, আজ দুপুরে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে, ভারতের তৈরী একটি মাদকের বড় চালান নারায়ণগঞ্জে আসতেছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, মাদকের এই চালানটা কুমিল্লা থেকে এসেছে। প্রথমে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আমাদের পুলিশ ট্রাকটিকে ফলো করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে বটতলা দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। পরে তাকে কায়েমপুর থেকে আটক করি।
ওসি বলেন, এই মাদক কারবারির সাথে আরও যারা জরিত আছে এবং এর মূল হোতা যে আছে তাকে অতিদ্রুতই আইনের আওতায় নিয়ে আসবো। এ ঘটনায় মাদকের নিয়মিত আইনে মামলা হবে।