ইব্রাহিম মোল্লার উদ্যোগে শোক দিবস পালন

ইব্রাহিম মোল্লার উদ্যোগে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম:
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট (সোমবার) বাদ মাগরিব গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ আয়োজন সম্পন্ন হয়।

মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইব্রাহিম মোল্লা বলেন, ‘বঙ্গবন্ধু না হলে এইদেশ স্বাধীন হতো না। তাকেই আমরা হত্যা করেছি। আমাদের কৃতজ্ঞতাবোধ থাকলে শেখ মুজিব ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। বঙ্গবন্ধু সকলের। যে মানুষটি সারাটা জীবন ব্যয় করলেন বাঙালিদের জন্য, জেল খাটলেন, জীবনের শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। বাঙালির মুক্তির জন্য তিনি লড়েছেন। তাকেই কিছু কুলাঙ্গার হত্যা করেছে। শুধু তাকেই নয়, তার পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করেছে। তারা মনে করেছিলো বঙ্গবন্ধু হত্যা করে এ দেশকে তারা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা জাতীর জনকের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে দেশকে উন্নয়নের মাইল ফলকে নিয়ে যাচ্ছেন। আপনারা সবাই দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থি ছিলেন, গোগনগর ইউনিয়ণ যুবলীগের সহসভাপতি মোখলেছুর রহমান, আব্দুস সাত্তার, রাজু মোল্লা, হান্নান, তানভীর মোল্লা, তানিম মোল্লা, সহ ইউনিয়ন আওয়ামীলীগ যুব লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com