ফতুল্লায় ছুড়িকাঘাতে যুবক নিহত

ফতুল্লায় ছুড়িকাঘাতে যুবক নিহত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার পঞ্চবটি মেতরখোলা মোড়ে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা ছুরিকাঘাত করে সাইফুল(২৩) নামে এক যুবককে হত্যা করেছে । পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার ১৪ই আগষ্ট ভোর ৫টায় পঞ্চবটি মেতরখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি শেরপুরের গাজীর খামার এলাকার মোতালেব হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম।

সূত্র মতে জানা যায়, ফতুল্লা থানাধীন পঞ্চবটি মেথরখোলা মোড়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাম পায়ে ও বাম হাতের বাহুতে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়নগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে ভিক্টোরিয়া জেনারেল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। ডাক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ভিকটিমের মৃত্যু হয়েছে।

নিহতের ছোট বোন জামাই সফিকুল জানান, নিহত সাইফুল বেকার ছিল। সে কাজের খোঁজে মুন্সীগঞ্জে তার বোনজামাই এর কাছে যাচ্ছিল। বোনজামাই জানায়, রাতে শেরপুর থেকে বাস যোগে এসে ভোর রাতে ফতুল্লার পঞ্চবটি নামেন। পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে হয়তো ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারনা করা হচ্ছে, ছিনতাই কারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com