একাধিকবার ধর্ষনের অভিযোগে রোমান গ্রেফতার

একাধিকবার ধর্ষনের অভিযোগে রোমান গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রোমান নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৩ আগস্ট) ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী ঐ নারী। মামলার পর অভিযুক্ত রোমানকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. রোমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত অহিদুল্লার ছেলে।

সবশেষ গত ১২ আগস্ট রাতে আসামি রোমান ওই বাসায় গিয়ে ফের ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ওই সময় ভুক্তভোগী রোমানকে বিয়ের কথা বললে তিনি তাতে অস্বীকৃতি জানান এবং পুনরায় বিয়ের কথা বলে তাকে হত্যা করবেন বলে হুমকি দেন। এ ঘটনার পর ভুক্তভোগী মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com