ফতুল্লায় হেরোইন সহ যুবক আটক
ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার পাগলা দেলপাড়া থেকে হেরোইনসহ এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী।
সোমবার (৮ আগস্ট) রাতে ফতুল্লা দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোড এলাকার ওবায়দুলের বাড়ীর সামনের থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম গোলাম রাব্বি (২২)। সে ফতুল্লা দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোডের ওবায়দুলের বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রশীদের ছেলে। এদিকে পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয় পালিয়ে যেতে সক্ষম হয় মনির(২৮) ও রিয়াদ(২৮) নামক অপর দুই যুবক।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত ১০টায় দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোডস্থ ওবায়দুলের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে গোলাম রাব্বিকে আটক করে। আটককৃতের নিকট থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আরও দুই যুবক।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।