যুক্তরাষ্ট্রে ৪ মুসলিমকে হত্যা, সমবেদনা বাইডেনর!

প্রেসবাংলা২৪.কম: যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে চার জন মুসলিমকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, তাদের সঙ্গে জঘন্য অপরাধ ঘটানো হয়ে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই চার মুসলিমকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন। জো বাইডেন রবিবার এক টুইট বার্তায় জানিয়েছেন, আমি আলবাকুইরেকে চার মুসলিমের নৃশংস হত্যায় ক্রুদ্ধ ও দুঃখভারাক্রান্ত।

তিনি আরো বলেছেন, সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা। আমার প্রশাসন দৃঢ়ভাবে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রয়েছে।

নিউ মেক্সিকোর বৃহত্তম নগরী আলবাকুইরেকের পুলিশ শনিবার জানায়, তারা ওই ঘটনার তদন্ত করছে। সর্বশেষ নিহত ব্যক্তির মরদেহ তারা শুক্রবার রাতে পেয়েছে। উদ্বাস্তুদের সহায়তায় নিয়োজিত লুথেরান ফ্যামিলি সার্ভিসেস অফিসের কাছে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ লোকটির পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে, তার বয়স ২০ বছরের মধ্যে, মুসলিম এবং ‘দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। এর আগে তিনটি হত্যার সঙ্গে এই খুনের সম্পর্ক থাকতে পারে। চারজনই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

আগে নিহত দুজন ছিলেন পাকিস্তানি মুসলিম। ২৭ বছর বয়সী এক পাকিস্তানির মরদেহ পাওয়া যায় ১ আগস্ট। ৪১ বছর বয়সী অপর পাকিস্তানির মরদেহ উদ্ধার হয় ২৬ জুলাই।

এছাড়া ৭ নভেম্বর আফগানিস্তান থেকে যাওয়া এক লোকেরও মরদেহ পাওয়া যায়। তিনি ওই নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এই চার জনের খুনের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা অনুসন্ধান করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সূত্র: আল-আরাবিয়্যাহ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com