টেনশন গ্রুপের ৭ সদস্য গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: সিদ্ধিরগঞ্জের দুর্ধর্ষ কিশোরগ্যাং ‘টেনশন গ্রুপ’র লিডার রাইসুল ইসলাম সীমান্তসহ গ্রুপটির ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৬ আগস্ট) রাতে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। এ সময়ে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- রাইসুল ইসলাম সীমান্ত , নাঈম মিয়া, হাসান, পারভেজ মিয়া, আবির বিন হাকিম, রাহাত, রিয়াদুল ইসলাম। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ২১ হতে ২৪ বছর। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে একটিটি গুপ্তি ছোরা, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২টি ছোরা এবং ২টি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়। এরা নিজেদেরকে কিশোর গ্যাং ‘টেনশন গস্খুপ’ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। এরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে গুপ্তি ছোড়া, লোহার ও ষ্টিলের পাইপ, ছোরা, সুইচগিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ৭ থেকে ১০ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে।