সম্বন্ধীকে হত্যায় বোনজামাই গ্রেফতার

সম্বন্ধীকে হত্যায় বোনজামাই গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম:

নারায়ণগঞ্জের ফতুল্লার চরকাশিপুরের হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার বোনজামাই আলামিনকে গ্রেফতার করছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ফতুল্লার পাগলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলামিন ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, হাশেম মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন মাজারে অবস্থান করে আসছিলেন আলামিন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দিকে তাকে পাগলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

গত ২৬ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে বোনকে মারধরের প্রতিবাদ করায় হাশেম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে ভগ্নিপতি আলামিনের বিরুদ্ধে। নিহত হাশেম মোল্লা ওই এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com