আব্দুর রহিমের গায়েবী জানাজায় না’গঞ্জ বিএনপি’র নেতাকর্মীদের ঢল

প্রেসবাংলা ২৪. কম: ভোলায় পুলিশের হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবী জানাজায় নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীদের ঢল। সোমবার ( ১ আগষ্ট ) বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এসময়ে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

জানাজা পরিচালনা করেন মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রোমান শিবলী। জানাযায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ- সভাপতি এড. জাকির হোসেন, হাজী নুরুল উদ্দিন, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, নাজমুল হক রানা, সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, নূরে এলাহী সোহাগ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com