সকলকে নিয়ে হাঁটতে চাই : শামীম ওসমান

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জকে কেন জানি নেগেটিভভাবে দেখায়। কেন দেখায়। নারায়ণগঞ্জ সারা বাংলাদেশকে সার্ভ করে। এ নারায়ণগঞ্জে যে কাজগুলো হচ্ছে কিংবা হবে তা আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি নয়, আমরা সকলে উপভোগ করব। আমি সব নামাজ পড়ার পরে বিছানায় যখন শুই তখন শোকরানা নামাজ পড়ি এবং তওবা করি। আমি বিশ্বাস করি ভাল কাজ করতে ভাল মানুষ দরকার। যারা এ কমিটিতে আছেন তারা নিজেদের যোগ্যতা দিয়ে এখানে এসেছি।

বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পরিচিতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সামনে সময়ে অনেক ঝামেলা হবে। এ সময়টা সকলে মিলে হাতে হাত ধরে দেশটাকে বাঁচানোর সময়। মানুষ উন্নয়ন চায়। সবচেয়ে বেশি মানুষ চায় শান্তি। আমি নারায়ণগঞ্জের সব মানুষকে নিয়ে হাঁটতে চাই। বিএনপি আওয়ামী লীগ বুঝি না একটা জিনিস চাই, মৃত্যুর পর মানুষ যেন হাত তুলে একটু কাঁদে।

 

জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে আরিফ মিহিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি কাওসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি শাহ্ নিজাম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ সভাপতি এড. মোঃ মহসীন মিয়া প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com