গরুর ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপন আদায়’ গ্রেপ্তার ২
প্রেসবাংলা ২৪. কম: গরু ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সময় ২ যুবককে গ্রেপ্তার র্যাব-১১। সোনারগাঁয়ের সোনাপুর মধ্যপাড়া এলাকা থেকে বুধবার বিকালে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাদিপুর এলাকার মোঃ কাদির এর ছেলে জামান (৩৪) ও একই এলাকার আঃ আলী এর ছেলে সাদেকুর (২২)। এ সময় মুক্তিপণের ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন স্থান থেকে গরু ক্রয় করে বাজারে বিক্রয় করেন। অপহরণকারী চক্র ইসমাইল নামের এক গরু ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপন দাবী করেন। এ সময়ে ভিকটিমকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে অপহরণকারীদের ১ রাখ ৯৯ হাজার প্রদান করে এবং র্যাব-১১ বরাবর একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা নজরধারীর মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ জুলাই বিকেলে সোনাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টাকসহ অপহরণকারীদেরকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।