সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বাতিল

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বাতিল

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত এ কমিটি বাতিল করা হয়েছে বলে জানানো বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাতে এ কমিটি বাতিল করা হয়।

বুধবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

বাতিল হওয়া কমিটির আহ্বায়ক আব্দুল হাই রাজু বলেন, ‘বাতিলের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এ বিষয়ে ভালো বলতে পারবেন। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমার চেয়ে যোগ্য ব্যক্তি সিদ্ধিরগঞ্জে আর নেই। কারণ আমি দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। মহান আল্লাহ তায়ালা হয়তো আমার ভাগ্যে ভালো কিছুই রেখেছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আহ্বায়ক কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করতে হয়। কিন্তু তারা তা করতে ব্যর্থ হওয়ায় এ কমিটি বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com