শহীদ বাপ্পির স্মরণে রানার বন্ধু মহল এর উদ্যোগে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: শহীদ বাপ্পির ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রানার বন্ধু মহল এর উদ্যোগে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ

মঙ্গলবার ( ১৪ জুন) বাদ যোহর শহীদ স্মৃতি সংসদে রানার বন্ধু মহল এর উদ্যোগে শহীদ বাপ্পির ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।

রানার বন্ধু মহল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শহীদ বাপ্পির চাচা হাজী সাদেক হোসেন, হাজী নাসিম হোসেন, শহীদ বাপ্পির ভাই ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, যুবলীগ নেতা তাইফুল হাসান তান্নার বন্ধু মহল, রকিবুল হাসান রিয়ন এর বন্ধু মহল,ইকবাল প্রধান বাপ্পির বন্ধু মহল, সালাউদ্দিন চৌধুরী বিটু সহ অত্র এলাকার মুরুব্বি ও গনমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com