১২ জুন থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
প্রেসবাংলা ২৪. কম: আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪দিন ব্যাপি শুরু হচ্ছে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১ লাখ ৯ হাজার ৬৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করে ১৫৪টি টিকাদান কেন্দ্রে ৩৪০টি সেশনে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নগর ভবনের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ইপিআই টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২১ হাজার ৭৪৩টি শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৯ হাজার ৬৯৬টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন জনসাধারণের মাছে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি বার্তা প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে এই ক্যাপসুল ভরা পেটে খাওয়ানো ভালো। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়ার তেমন কোন ঝুঁকি নেই। তবে পার্শ্ব প্রতিক্রিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলেছেন তিনি।
এসময় তিনি সুন্দর ও সফলভাবে ৪দিন ব্যাপি ভিটামিন ‘এ’ক্যাপসুল কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।