শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যােগে দোয়া
প্রেসবাংলা ২৪. কম: শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) চাষাড়াস্থ বাগে জান্নাত মসজিদের এতিম ছাত্রদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনমহানগর বি এন পি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো আব্দুস সবুর খান। শহিদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মো শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহিদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা খায়রুল ইসলাম মজনু, নাসিক১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা,শহিদ জিয়া স্মৃতি সংসদ মহানগর সভাপতি দুলাল মল্লিক, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, পনির চৌধুরী, মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমূখ।
শহিদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক নুর আলম সিকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শহিদ জিয়া স্মৃতি সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক কাদির মাহাবুব খান বাবু।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদ সভাপতি মো দুলাল মল্লিক বলেন, মামলা হামলা করে বিএনপিকে কখনো দমিয়ে রাখতে পারবেন না সত্য একদিন উম্মাচিত হবেই সত্যর জয় চিরকাল থাকবে ইনশাআল্লাহ, আমরা হলাম জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা।