আড়াইহাজারে নৌকাডুবে নিখোঁজ কিশোরী

আড়াইহাজারে নৌকাডুবে নিখোঁজ কিশোরী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে সাদিয়া আক্তার (১২) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার খগকান্দা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদিয়া কুমিল্লার মেঘনা এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তারা ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে। এখানে সেলিম নামের এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

খাগকান্দা নৌ-ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সমবয়সীদের সঙ্গে নৌকায় মেঘনা নদীতে ঘুরতে বের হয় তারা। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় সঙ্গে থাকা সমবয়সীদের উদ্ধার করা সম্ভব হলেও সাদিয়া নামে এক কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com