বার কাউন্সিল সদস্য নির্বাচনে আওয়ামী আইনজীবী প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আমীন রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে আওয়ামী পন্থি প্রার্থী সৈয়দ রেজাউর রহমান, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম (বুদু), মোহাম্মদ সাইদ আহমেদ (রাজা), মো. নজরুল ইসলাম খান, গ্রুপ আসন (এ) আব্দুল বাতেন, সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সাবেক পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম ভূইয়া, সাবেক সভাপতি মুহাম্মদ মোহসীন মিয়া প্রমুখ।

এ সময়ে আওয়ামী পন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সদস্যদের সাধারণ আইনজীবীদের মাঝে পরিচিয় এবং ব্যালট নাম্বার জানিয়ে দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com