আদালতে চালু হলো ডিজিটাল হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি

আদালতে চালু হলো ডিজিটাল হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দৈনিক কর্মস্থলে হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা, ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম, আদালত পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামানসহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা।

 জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারই একটি অংশ ডিজিটাল হাজিরা। আদালতে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে হাজিরা নিশ্চিত করণের লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের পদ্ধতি আমরা গ্রহণ করেছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com