জুয়েলের নেতৃত্বে আনন্দ মিছিল
প্রেসবাংলা ২৪. কম: নতুন সূর্যোদয়ের অগ্নিসাক্ষী ঐতিহাসিক ১৭ ই মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি সফল করার লক্ষ্যে তার হাতকে শক্তিশালী রাখার উদ্দেশ্য শহরের মধ্যে আনন্দ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মে) বিকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনের নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইমরানুর রশীদ, সাবেক সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সাবেক সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, সাবেক কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সুমন, আবুল হোসেন, সুবাস সাহা, আফসার সিকদার সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফ জাহান,নোমান আহমেদ ,সাব্বির, রাজু, রনি,পাপ্পু সহ অন্যান্য নেতৃবৃন্দ।