মোগরাপাড়ার নৌকার মাঝি সোহাগ রনি
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) প্রতীক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী সোহাগ রনি।
শুক্রবার (১৩ মে) রাতে নিজের ফেসবুক লাইভে এসে ওই মনোনয়ন প্রাপ্তির খবর জানান। পরে তার এই মনোনয়ণ পাওয়ার আনন্দের মোগরাপাড়া উৎসুক জনতা আনন্দ মিছিলও করে।
আগামী ১৫ জুন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।