আইভির করা মামলায় খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল )রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বিষয়টি নিশ্চিত করেন ।
অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে এই গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
এড. মাহমুদা মালা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছিলো, মামলাটি প্রত্যাহার করে নিবে। কিন্তু সে তা না করে আজকে আইনজীবী দাঁড় করিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারি করালেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যের অভিযোগ এনে ২০২১ সালের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।