না’গঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থী পেলো ল্যাপটপ
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলায় এডিপি’র অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দশ জন শিক্ষার্থীর মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, উন্নয়নের ক্ষেত্রে কিছুটা সময় লাগবেই। অন্যান্য সময়ের চাইতে বর্তমান সরকারের আমলে উন্নয়ন অনেক বেশী হয়েছে। এত ছোট একটা দেশে মানুষের উন্নয়ন করাটা খুবই চ্যালেঞ্জিং। আমি বলবোনা আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু পূর্বের চাইতে অনেক বেশী উন্নতি আমাদের হয়েছে।
এখন রমজান মাস। এ মাসের প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজে দান করবেন। হযরত মুসা (আঃ) এর সাথে সবচাইতে বেশি কথা বলেছেন কিন্তু আমাদের সবচাইতে বেশী কাছে থাকেন তিনি। এজন্য বেশী বেশী কোরআন তেলাওয়াত করতে হবে। মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে পবিত্র কোরআন শরীফে। যে প্রযুক্তি সদর উপজেলার মাধ্যমে তোমরা পেয়েছো সেটার অপব্যবহার করোনা সদ্ব্যবহার করো এবং নিজে প্রতিষ্ঠিত হও।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমূখ।