চাষাড়া হর্কাস মার্কেটে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য

চাষাড়া হর্কাস মার্কেটে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ার আশপাশে এলাকায় অবাধে চলছে মাদক ব্যবসা। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে নানা অত্যাচার। চাষাড়া হর্কাস মার্কেটে মামুন, ইকবাল ও সবুজ নামের তিন মাদক ব্যবসায়ীর মাধ্যমেই চলছে এই রমারমা ব্যবসা।

এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, চাষাড়ার হর্কাস মার্কেটে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। দিনরাত সবসময় চলে মাদক কারবারিদের ব্যবসা। মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় নির্বিঘ্নে চলে তাদের ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক সেবনের কাজ। তবে মাদক সেবীদের আনাগোনা বেশী লক্ষ্য করা যায় বিকেল থেতে গভীর রাত পর্যন্ত। রাত যতবাড়ে মাদক সেবীদের জন্য পরিণত হয় অভয়ারণ্য।

নাম প্রকাশ না করার শর্তে হর্কাস মার্কেটের এক ব্যবসায়ী জানিয়েছেন, মামুন, ইকবাল ও সবুজের নেতৃত্বেই চাষাড়া ও তার আশপাশের এলাকায় মাদক ব্যবসা চলে। মূলত তাদের সেন্টাল জোন হিসাবে হর্কাস মার্কেটকে বেঁছে নিয়েছে। ফোনের মাধ্যমে, মিশন পাড়া, ডনচেম্বার, আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে থাকে। দূর দূরান্তের আসা বিভিন্ন মাদকসেবী ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবন ও ক্রয় করে থাকে।

এর আগেও বেশ কয়েকবার এ মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করেছেন। অনেকে এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে মাদক ব্যবসা বন্ধের আহবান জানিয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com