বন্দরে তরুনীর আত্মহনন

গার্মেন্টস শ্রমিক নেত্রীর আত্মহনন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের বন্দরে হেলেনা খাতুন জয়া (৩৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, হেলেনা খাতুন জয়া তার স্বামী মোহাম্মদ রাজুকে সঙ্গে নিয়ে বন্দরের বাবুল মিয়ার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com