শ্রমিক নেতা জিলানী মাতাব্বরের মৃত্যুতে জুয়েলের শোক

প্রেসবাংলা ২৪. কম: সড়ক পরিবহন শ্রমিক নেতা মো. জিলানী মাতাব্বর ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শ্রমিক নেতা জিলানী মাতবরের মৃত্যুতে শোক প্রকাশ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও বন্ধন পরিবহনের চেয়ারম্যান জুয়েল হোসেন। তিনি এক শোক বার্তায় জানান, এক সময়ের তুখোড় নেতা ছিলেন জিলানী মাতবর। লড়াই সংগ্রামে প্রথম সারিতে থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শ্রমিকদের সুসংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বাদ মাগরিব তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাস ট্রার্মিনাল জামে মসজিদে। যেখানে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা ইব্রাহীম চেঙ্গিস, খশরু, বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আইয়ু্ব আলী সহ বন্ধন, উৎসব, বন্ধু পরিবহনের মালিক শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com