ভাষা শহীদদের প্রতি রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের শ্রদ্ধাঞ্জলী
প্রেসবাংলা ২৪. কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে রেজিষ্ট্রেশন কমপ্লেক্স, নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনে নিহত সকল ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
রেজিষ্ট্রেশন কমপ্লেক্স নারায়ণগঞ্জ এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার আব্দুর রকিব সিদ্দিক ও সাব-রেজিস্ট্রার মোঃ শাহিন আলম, ফতুল্লা এবং জেলার কর্মচারীবৃন্দ।