বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে আইনজীবী সমিতি
প্রেসবাংলা ২৪. কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ২১ ফেব্রুয়ারি সকালে একটি র্যালী বের হয়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে এ সময়ে শহীদ মিনারে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল আমীন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল বাশার রুবেল, সমাজ সেবা সম্পাদক এডভোকেট মো. রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট রাজিয়া আমিন কাঞ্চি, কার্যকরী সদস্য এডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহম্মদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস নির্বাচিত হয়েছেন।