শামসুজ্জোহার স্মরণে জেলা আ’লীগের দোয়া

প্রেসবাংলা ২৪. কম: ভাষা সৈ‌নিক, মু‌ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বঙ্গবন্ধুর ঘ‌নিষ্ঠ সহচর এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপ‌তি এ‌কেএম শামসু‌জ্জোহার ৩৫তম মৃত্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌লোচনা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত।
রবিবার (২০‌শে ফেব্রুয়া‌রী) বাদ মাগ‌রিব নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যাল‌য়ে জেলা আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে এ আ‌লোচনা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুল হাই, বাংলাদেশ আওয়ামী লী‌গ কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য আ‌নিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আবু‌ হাসনাত মো: শহীদ বাদল, বীর মু‌ক্তি‌যোদ্ধা এড.নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা:আবু জাফর বিরু, জা‌হা‌ঙ্গির হো‌সেন, দপ্তর সম্পাদক এম,এ রাসেল, সা‌বেক সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস্য হোস‌নে আরা বাব‌লি, মহানগর সেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি জু‌য়েল আহ‌মেদ, ইউসুব, শ‌হিদুল্লাহ শহীদ, আমজাদ হো‌সেন, জসিম আহ‌মেদ, বাবুল, জাকির হো‌সেন, আব্দুল কাদির, সামসুজ্জামন ভাষা‌নী প্রমূখ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com