আলীরটেকে হাসপাতালের জায়গা পরিদর্শনে ইউএনও

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌস। সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকাল পর্যন্ত ইউনিয়নের ডিক্রিরচর, আলীরটেক, চর আলীরটেক,কুঁড়েরপাড়ের বিভিন্ন স্থান ঘুড়ে ঘুড়ে দেখেন তিনি।

এ সময় তাকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুড়িয়ে দেখান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন। সঙ্গে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী।

২০১১ সালের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর জাকির হোসেন এলাকার মানুষের চিকিৎসার সুবিধার্থে একটি হাসপাতাল নির্মানের আশাবাদ ব্যক্ত করেছিলেন। পরবর্তিতে নানা কারনে সেটি আর হয়ে উঠে নি। আবার ২০২১ সালের নির্বাচনের পূর্বে তিনি এলাকাবাসীকে কথা দিয়েছিলেন এবার নির্বাচিত হলে এলাকায় হাসপাতাল হবে। যার ফলেই হাসপাতালের জায়গা দেখানোর জন্যই ইউএনওকে নিয়ে আসা হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোকতার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহীন রাজু, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com