প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত আসামী রিপন গ্রেফতার
প্রেসবাংলা ২৪. কম: অবশেষে প্রতারণার অভিযোগে সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত প্রতারক ফারুক হোসেন রিপনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শীতলক্ষ্যা সুকমপট্টী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীম।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রিপন, সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের পুত্র। সে বর্তমানে মাসদাইর এলাকায় বসবাস করতেন।
জানা গেছে জালিয়াতি, ভূমিদসু্যতা, কর ফাঁকি, প্রতারণা, জাল দলিল চক্রের সাথে স্বাক্ষাতাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রেয়েছে রিপনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, রিপন প্রতারক প্রকৃতির লোক। নানা মানুষের সাথে জাল জালিয়াতি করে অঢেল সম্পত্তির মালক হয়েছেন। অপরাধ কর্মকাণ্ড করে রেহায় পেতে তৈরি করেছেন বিশাল সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলে নিয়েছেন। এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও বারবারই ধরাছোয়ার বাহিরে ছিল রিপন। এতে প্রতিমাসেই প্রায় ৫ লাখ টাকা লোকসানে পরছে মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্ট।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম জানান, ‘গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় জামিনে থাকলেও একটি সিআর (মামলা নং-১৭/১২) মামলায় সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, আদালত থেকে জানা যায়, আসামী ফারুক হোসেন রিপনকে কারাগারে পাঠানো হয়েছে।