সভাপতি আল আমিন ইকবাল ও সাধারণত সম্পাদক ফখর উদ্দিন নির্বাচিত

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলীতে রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠিত হয়েছে। সভপতি আল আমিন ইকবাল ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন।
শক্রবার (২৮ জানুয়ারী) সকাল ১০ টায় রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামনগর হাজী গোলাম হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আল আমিন ইকবালকে প্রথমেই কিসলুুর রহমান প্রস্তাব করেন সভাপতি হিসেবে এসময় উপস্থিত সকলে সমর্থন করেন এবং সাধারণ সম্পাদক পদের জন্য মোঃ মোক্তার মাহমুদ ফখর উদ্দিনের নাম প্রস্তাব করলে সকলেই সমর্থন করেন। উপস্থিত সকলের সম্যতিক্রমে আল আমিন ইকবাল সভাপতি ও ফখর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও পঞ্চায়েত প্রধান নাছির উদ্দীন মাদবর, আঃ আউয়াল খন্দকার, সদর উদ্দিন মেম্বার, মোতালিব মেম্বার, ব্যাংক কর্মকর্তা মোক্তার মাহমুদ, কিছলুর রহমান, নুর ইসলাম,মুফতি মহিউদ্দিন, ফার্মাসিস্ট আক্তারুজ্জামান শামীম, ছফিউল্লাহ, ব্যাবসায়ী আক্তার হোসেন, ব্যাবসায়ী ছলিম,সাইদুর রহমান, মোক্তার হোসেন,ইমান হোসেন, আল আমিন, সালেআহম্মেদ, আসাব উদ্দিন, আফছার উদ্দিন,পারভেজ,বাদশা প্রমূখ।