আইনের শতভাগ প্রয়োগে নির্বাচন হবে : নির্বাচন কমিশনার
প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে শতভাগ আইন প্রয়োগ করা হবে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এমন ঘোষনা দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আপনারা যদি সহযোগীতা করেন, আইনের শতভাগ প্রয়োগ করে আমরা নির্বাচন করবো। আপনারা সহযোগীতা করলে, আমরা করতে পারবো। বাংলাদেশে ইতোমধ্যে অনেক গুলো নির্বাচন হয়েছে এক কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন বরাবরই বলেন, তারা সুষ্ঠু নির্বাচন করেছেন। কিন্তু জনগণ তাদের কথা কিভাবে নেয়, সেটা জনগণই ভালো জানে। নিরপেক্ষ কাজ করবেন, ততই নির্বাচন সুষ্ঠু হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটানিং অফিসার মাহফুজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান সহ মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।