নারায়ণগঞ্জ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে সেলিম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ ক্লাবের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গনে এই বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম ওসমান বলেন, আমি যখন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হলাম তখন ক্লাবের উন্নয়নের ক্ষেত্রে আমি ভাবলাম আমার একার পক্ষে সব সম্ভব না। তখন আমরা ১০১ সদসস্যের একটি কমিটি করলাম। কমিটি করার পর যখন ক্লাবের বর্তমান ভবনের কাজ করেছিলাম তখন খুব দ্রুতই এই কাজটি আমরা শেষ করতে পেরেছি। আমা তখন একটি ভবিষ্যৎ নারায়ণগঞ্জ ক্লাবের একটি নকশা দিয়ে গিয়েছিলাম। যাতে করে ক্লাবের কোথায় কি হবে সে বিষয়ে দিকনির্দেশনা পাওয়া যাবে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ ক্লাব। আমরা যদি এবারও সম্বলিতভাবে কাজ করি তাহলে এই ভবনের কাজটিও আমরা দ্রুত শেষ করতে পারবো বলে আমি আশাবাদী।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএম এর সিনিয়র সহসভাপতি আবু হাতেম, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল প্রমুখ।