ডিক্রিরচরে জাকির চেয়ার‌ম্যানকে সংবর্ধনা

প্রেসবাংলা ২৪. কম: ডিক্রিরচর বাইতুল কোরআন কওমী মাদরাসার পক্ষ থেকে আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন ও ইউপি সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গনে ফুল ও ক্রেস্ট দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময়ে সদ্য নির্বাচিত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আলীরটেককে এমন ভাবে সাজাবো যে শহরের চেয়ে অনেক সুন্দর হবে। অন্যস্থানের মানুষ যেনো বলে আলীরটেক একটি সুন্দর বসবাসের স্থান। এমন ভাবে উন্নয়ন করবো আগামী ৫ বছর পর আলীরটেক উন্নয়ন করার জন্য কাজ খুজে পাবো না।

ডিক্রিরচর বাইতুল কোরআন কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কালাচাঁন বেপারী, সমাজ সেবক জয়নাল আবেদীন, আইডিয়াল ফাইবার ইন্ডাস্টির এমডি আলহাজ্ব আনোয়ার হোসেন, মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদীন, মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ, সদর থানা যুবলীগের সাধারণ সস্পাদক সালেহ আহমেদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সরদার গিয়াস উদ্দিন, সরদান সাহাবুদ্দিন, সরদার মাসুদ, সরদার মুজিবর, সরদার রহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়ে ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার আকলিমা, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার কহিনুর বেগম, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা মেম্বার রোমানা বেগমকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com