নাসিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও দাখিল

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করছেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল চলবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করেন।

এদিন যেসকল প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ করেন, মেয়র পদে এড. তৈমুর আলম খন্দকার, এড. সুলতান মাহমুদ।

যে সকল প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন, কল্যান পার্টির মনোনীত মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইফতেখারুল আলম খোকন, ২নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহসীন ভূইয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইকবাল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সবুজ শেখ, ৭, ৮, ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার দিনা, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সাদরিল, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এইচ.এম রাসেল।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com