শুধু এবার না আগামীতেও আইভী আপাই পাশ করবেন : এমপি বাবু

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, চতুর্থবার আইভী আপা পাশ করবেন, শুধু এবার না পঞ্চম বার, ষষ্ঠবার আইভী আপাই পাশ করবেন। সমাজকে সুন্দর সন্ত্রাস মুক্ত রাখতে আইভী আপার বিকল্প নাই। আমরা আমৃত্যু আইভী আপার পাশে আছি এবং থাকবো। আপনারাও আইভী আপার পাশে থাকবেন।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং রেল গেইট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন জানিয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি বাবু আরও বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতাকে রক্ষ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতিক তুলে দিয়েছেন নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন ৩ বারের সফল মেয়র ডা. সেলিনা হায়াৎ আভীর হাতে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মেয়র আইভীকে সহযোগীতা করবেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, রুপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলী, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, মো. সানাউল্লাহ, আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।