আড়াইহাজারে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী আগুনে দগ্ধ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেয় হয়েছে।

আগুনে দগ্ধরা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের কর্মচারি (স্টাফ) মো. বাবুল মিয়া বলেন, সকাল ৮টায় দুই শিশুসহ দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সোলায়মান নামের ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। তার স্ত্রী ও দুই শিশুর অবস্থা মোটামুটি ভালো। তাদের শরীর খুব বেশি পোঁড়েনি।

দগ্ধ সোলায়মানের চাচাতো ভাই ইউনুস জানান, তাদের একতলা বাড়িতে রান্নার কাজে সিলিন্ডারের এল পি গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ অথবা অন্য কোন লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ঘরে জমে ছিল। পরে রান্নার জন্য চূলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকান্ড ঘটতে পারে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com