নাসিক নির্বাচন সুষ্ঠ করতে যা প্রয়োজন তাই করবো : নির্বাচন কর্মকর্তা মাহফুজা
প্রেসবাংলা ২৪. কম: ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ড। প্রতি ৩টির জন্য একজন করে রির্টানিং অফিসার দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনই এই জেলায় কর্মরত ছিল। কমিশন চেষ্টা করেছে, যারা আগে থেকেই রেগুলার অফিসার আছেন, তাদের দিয়ে নির্বাচনটা পরিচালনা করতে। অবাধ–সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে যা কিছু প্রয়োজন তাই করবে নির্বাচন কমিশন। এ জন্য ভোটার, প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ সকলের সহযোগীতা চান।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুর দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০২২ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা ।
নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন হবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। এর মাঝে ধারাবাহিক ভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করবো। ৫ বছর আগেই আমরা এখানে ইভিএমে নির্বাচন করেছি। এখন আরও ৫ বছর অতিক্রম হয়েছে। এ মধ্যে রংপুর, কুমিল্লা ইভিএমএ হয়েছে। চট্টগ্রাম হয়েছে, ঢাকায়ও কিছু জাতীয় সংসদ নির্বাচন ইভিএমএ করেছি। এখন সকল কার্যক্রম ডিজিটাল, তাহলে কেন ১৯০টি কেন্দ্রে ইভিএমএ’র মাধ্যমে নির্বাচন করতে পারবো না?
নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৪টি থানা রয়েছে। ৪ থানায় মেয়র প্রার্থীরা ৪টি মাইক দিয়ে প্রচার প্রচারণা করতে পারবে। চারটি ক্যাম্প করতে পারবে। মাইকিং করতে হবে দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা ১ টি মাইক ও একটি ক্যাম্প ব্যবহার করতে পারবেন। নির্বাচনটি হচ্ছে সকলের সম্বনয়ে একটি টিমওয়ার্ক। আসা করি, আপনারা সেই টিমওয়ার্কটি বজায় রাখবেন। দায়িত্বের প্রতি আন্তরিক হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, সহকারি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খানম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।