নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন মো. সেকান্দার
প্রেসবাংলা ২৪. কম: কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর ৮নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার মো. সেকান্দার আলী।
মো. সেকান্দার আলী কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, বক্তাবলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সকল ভোটার, ভাই-বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের কাছে আজীবন ঋণী হয়ে রইলাম।
মো. সেকান্দার আলী আরও বলেন, বক্তাবলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সকল মুরুব্বি, যুবক,তরুণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করার পাশাপাশি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।