আলীরটেকে নির্বাচিত সদস্যদের তালিকা পেলেন জাকির হোসেন

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের হাতে নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারের তালিকা তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সদর উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূইয়া এ তালিকা তুলে দেন।
এ সময়ে নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে ৯টি ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, সংরক্ষিত মেম্বার ও সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
আলীরটেক ইউনিয়নে নির্বাচিতদের তালিকায় চেয়ারম্যান পদে জাকির হোসেন বিজয়ী হন। অন্যদিকে ১নং সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা, ২নং সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর, ৩নং সংরক্ষিত মহিলা সদস্য রুমা বেগম। ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশান আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন ও ৯নং ওয়ার্ডে শাহীন রাজু বিজয়ী হন।