মোরগ প্রতীকে এগিয়ে শামীম আহম্মেদ

প্রেসবাংলা ২৪. কম: নিজের অসমাপ্ত কাজগুলাকে সমাপ্ত করার প্রত্যয় নিয়েই আবারও নির্বাচনে অংশগ্রহন করেছেন কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামীম আহমেদ। তিনি বলেছেন, আমি বিগত দিনে ২বার আমার ওয়ার্ডের জনগন আমাকে নির্বাচিত করে তাদের সেবার করার সুযোগ দিয়েছে। এবারও আমি আমার অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে চাই।

প্রেসবাংলা ২৪.কমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

শামীম আহম্মেদ আরও বলেন, জনগনের পূর্ণ সর্মথন রয়েছে আমার প্রতি। এলাকার জনগন আবারও আমাকে মোরগ প্রতীকে নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এলাকার জনগনকে সাথে নিয়ে এই ৩নং ওয়ার্ডকে অনেক উন্নত করেছি। এই এলাকাটি ছিলো একটি চরাঞ্চল, কাশিপুরের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের হাত দিয়েই চরাঞ্চলকে উপ-শহরে রূপান্ত করেছি।

তিনি আরও বলেন, আগামীতে আমি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত সুষ্ঠ ওয়ার্ড হিসাবে উপহার দিবো। ভোট একটি অমূল্য সম্পদ। ওয়ার্ডবাসী যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন এই আমার বিশ্বাস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com