আলীরটেকে নৌকার সমর্থকদের হুমকি দিচ্ছেন সায়েম

প্রেসবাংলা ২৪. কম: রাত পোহালেই নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশকে ঘোলাটে করতেই নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সতন্ত্র প্রার্থী সায়েম।
খোজ জানা যায়,আলীরটেকে নৌকার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন সায়েম ও তার লোকজন। নির্বাচনের দিন ভোট কেন্দ্র না যেতেও নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।

আলীরটেকের একাধিক নৌকার সমর্থকরা জানান, এই ইউনিয়নের নৌকার প্রার্থী জাকির হোসেন। যিনি খুবই শান্তিপ্রিয় মানুষ। ইউনিয়নের প্রতিটি ঘরের দুয়াড়ে দুয়াড়ে গিয়ে তিনি ভোট কামনা করেছেন। জাকিরের এমন জনপ্রিয়তায় ঈশ্বার্নিত হয়েই নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন তিনি। ভোটকেন্দ্র উপস্থিত হলে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হবে বলেও ভয়ভীতি দেখাচ্ছেন।

সম্প্রতি আলীরটেক যুবলীগ নেতা এসবি শাহীন সরকারকে ভোট কেন্দ্রে উপস্থিত না হবার জন্য হুমকি দেন। যদি উপস্থিত হয় তাহলে ভোটের পরদিন দেখে নিবেন বলেও জানান, এমন অডিও ক্লিপ প্রেসবাংলা ২৪. কমে প্রকাশিত হয়েছে।

উলেখ্য, আওয়ামী লীগের কর্মীসভা অংশগ্রহনে উদ্দেশ্যে রওনা হওয়া কর্মীদের উপর সায়েম সর্মথকরা হামলা করেছিলেন, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাধারণ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। স্বেচ্ছাসেবক দলের রাজনীতি সঙ্গেও জড়িত ছিলেন এই সায়েম যা বিগত দিনে গুরুত্ব সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com