মেম্বার প্রার্থী রওশন আলীর তাক লাগানো শো-ডাউন

প্রেসবাংলা ২৪. কম: বিশাল শো-ডাউন করে তাক লাগিয়ে দিয়েছেন আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রওশন আলী। রবিবার (৭ নভেম্বর) বিকাল ৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গনসংযোগ করেন তিনি।
এ সময়ে তার গনসংযোগে এলাকাবাসীর উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। ২বারের সফল মেম্বার রওশন আলীর পক্ষে যেনো ৪নং ওয়ার্ডে গনজোয়াড়ের সৃষ্টি হয়।
মেম্বার প্রার্থী রওশন আলী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিগত দিনে এলাকাবাসীর সুখে দুঃখে আমি ছিলাম। আগামীতেও থাকবো। এলাকাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ, তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ১১ নভেম্বর মোরগ মার্কায় ভোট দিয়ে আবারও এলাকাবাসী সেবার করার সুযোগ চেয়েছেন তিনি।
- শো-ডাউন উপস্থিত ছিলেন শুক্কুর আলী মেম্বার, খোরশেদ, শাহাদাত, ডাঃ মান্নান, বারেক, নুরউদ্দিন, ওসমান ডিলার, নুরুল ইসলাম, জামাল হোসেন, বরকত উল্লাহ, মোহাম্মদ আলী, রুহুল আমীন মেম্বার, আলী আকবর, আব্দুল হাই, রফিক, নাজির, সুরুজ মাদবর, মোস্তফা হাজী, সেলিম, কামাল মাতবর, ফজলুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।