আড়াইহাজারে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ২

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় দেলোয়ার হোসেন ও কাজলী বেগম নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ভুক্তভোগী শিশুর পিতার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার কৃষ্ণপুরা এলাকার দেলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগী কাজলী বেগম (২৪)।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, সোমবার স্থানীয় মাদ্রাসা থেকে বাসায় ফিরার সময় পূর্ব পরিচিত কাজলী বেগম শিশুটিকে ডেকে তার বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে দেলোয়ার।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান মঙ্গলবার দুপুরে দেলোয়ার ও কাজলী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।